দর বৃদ্ধির শীর্ষে কর্ণফুলী ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-২৯ ১৫:২১:৩৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ২ হাজার ৬৫১ বারে ৪৩ লাখ ৩৬ হাজার ৯৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৮৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট লিমিটেডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২১ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৫৮৭ বারে ২৭ হাজার ৮৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সাউথ বাংলা ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৭০৫ বারে ৪৩ লাখ ১৯ হাজার ৮৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– মালেক স্পিনিং মিলসের  ৪.১৮ শতাংশ, ব্যাংক এশিয়ার ৩.৭৮ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৩.৬৬ শতাংশ, আমান কটনের ৩.৩৩ শতাংশ, সমতা লেদারের ৩.২৮ শতাংশ, অ্যাপেক্স স্পিনিংয়ের ২.৯৯ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্সের ২.৯১ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস