
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২২ বারে ৭ লাখ ৭৮ হাজার ১২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭০ বারে ১ লাখ ৬৯ হাজার ৯৭০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৩২৩ বারে ২৯ লাখ ৯৪ হাজার ৪১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– ইউনিয়ন ক্যাপিটালের ৫.৬৬ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.১৩ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭০ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৪.৬৬ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪.৬৫ শতাংশ, পিপলস লিজিংয়ের ৪.৫৫ শতাংশ এবং রূপালি লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩৫ শতাংশ দর কমেছে।
এসকেএস