খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস দ্বৈত জীবন কাটানো ব্যক্তিদের ‘কলঙ্কিত’ আখ্যা দিয়ে আক্ষেপ করে বলেছেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে যারা মুখে মুখে ধর্মের কথা বলেন, কিন্তু জীবনযাপনে ধর্মীয় বিধান মেনে চলেন না- তারা যেন নিজেদের খ্রিস্টান পরিচয় না দেন। তিনি তাদের সমালোচনা করে বলেন, দ্বৈত জীবন কাটানো ব্যক্তিদের চেয়ে নাস্তিক হওয়াটাই ভালো।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ভ্যাটিকানের কাসা সান্তা মার্টা স্কয়ারে গণজমায়েতের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। ভ্যাটিকান রেডিও খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের এ বক্তব্য প্রচার করে। পোপ ফ্রান্সিস তার বক্তব্য খ্রিস্টানদের মধ্যে যারা কর্মীদের ন্যায্য মজুরি দেন না, অন্যকে অসৎ পথে নেন, দ্বৈত জীবনযাপন করেন, অসৎ ব্যবসা করেন, তাদের নিজেদের খ্রিস্টান বলে পরিচয় না দেয়ার আহ্বান জানান ।