সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
বিএনপি ও জামায়াত সন্ত্রাসী দল হিসেবে বিশ্ব স্বীকৃত: নৌমন্ত্রী
প্রকাশিত - ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ৪:৫৩ পিএম
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল এবং খালেদা জিয়াও সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি পেয়েছে।
শনিবার মাদারীপুরের ডাসার থানায় শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াত ইসলামকে বাংলাদেশের হাইকোর্ট ঘোষণা করেছে একটি সন্ত্রাসী দল। অপরদিকে কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী ছিল। তারা সন্ত্রাসীই থাকবে বলেও আদালত ঘোষণা দিয়েছে। কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমান করেছে যে তারা সন্ত্রাসী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, এ কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক প্রমুখ।
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.