দর পতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-৩০ ১৫:৫০:৪৯

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬৭৮ বারে ৫৭ লাখ ৯২ হাজার ৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৬০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৭২২ বারে ৬১ লাখ ১৬ হাজার ৬৭৪ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৮২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯১ বারে ৪ লাখ ১০ হাজার ৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- এনআরবি ব্যাংকের ৭.১৪ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৪.০৪ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩.৩৪ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালের ৩.২৩ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২.৮২ শতাংশ, রতনপুর স্টিলের ২.৭৮ শতাংশ এবং এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ২.৫৬ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












