এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্টের বোর্ড সভা অনুষ্ঠিত

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৭-৩০ ১৬:১৭:১২


এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ৫৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত এ সভা চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য এস. এ. এম. হোসাইন, গুলজার আহমেদ, মোঃ হাবিবুর রহমান, শেখ ওমর ফারুক, ফারিয়া সুলতানা সুমা, তাসনিয়া হোসেন, জুবাইদা খান, ইনতিশার মোস্তফা চৌধুরী এবং অনিভা সাহা।

সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান এফসিএস এবং এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খোন্দকার।

এএ