

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমানে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০ টির, দর কমেছে ১৬৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৭ টির।
ডিএসইতে ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস থেকে ৩২০ কোটি ২৩ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৪৩ কোটি ১৬ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২০২ পয়েন্টে।
সিএসইতে ২২৯ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৭ টির দর বেড়েছে, কমেছে ৮৭ টির এবং ৩৫ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস