
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৭৮৪ বারে ৬৫ লাখ ৮১ হাজার ৯৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৫ বারে ১ লাখ ২০ হাজার ৪৫১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৮ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৪৪ বারে ২৯ লাখ ৪৩ হাজার ৩৭৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – বাটা সু’র ৫.০৮ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৯৮ শতাংশ, এনআরবি ব্যাংকের ৪.৮১ শতাংশ, পিপলস লিজিংয়ের ৪.৫৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৪.৪৪ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.২৬ শতাংশ এবং ফ্যামিলিটেক্সের ৪.১৭ শতাংশ দর কমেছে।
এসকেএস