রোববার, ৮ ডিসেম্বর ২০২৪
সিপিবি-বাসদের হরতালে বিএনপির সমর্থন
প্রকাশিত - ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ১০:৪৫ এএম
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ডাকা হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি। গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমর্থনের কথা জানান।
মির্জা ফখরুল বলেন, আজ দেশের মানুষ একেবারেই ভালো নেই। জনগণের ওপর একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হচ্ছে। এতে জনগণের আর্থিক প্রতিকূলতার সৃষ্টি হচ্ছে। এমনিতেই এখন জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। সেই তুলনায় আয় বাড়েনি। সরকারের এমন সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে।
সিপিবি-বাসদের হরতালে সমর্থন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ইতোমধ্যে গ্যাসের দাম ২২.৭ ভাগ বৃদ্ধি করা হয়েছে। এতে সামগ্রিকভাবে মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। আমরা গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছি। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বামপন্থী দলগুলোর ডাকা হরতাল আমরা সমর্থন করি।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.