রোববার, ৫ জানুয়ারী ২০২৫
সাক্ষ্য দিতে আদালতে খাদিজা
প্রকাশিত - ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ১২:৫৩ পিএম
সিলেটে ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন খাদিজা বেগম নার্গিস।
আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে তিনি আদালতে পৌঁছেন। সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তিনি সাক্ষ্য দেবেন। খাদিজার সঙ্গে তার বাবা মাসুক মিয়াসহ অন্যরা আছেন।
আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, খাদিজা হত্যাচেষ্টা মামলায় ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন। খাদিজার সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে।
উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর বিকালে সিলেট এমসি কলেজের পরীক্ষার হল থেকে বের হওয়ার পর খাদিজাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল। খাদিজার সহপাঠীসহ স্থানীয় জনতা বদরুলকে পুলিশে দেন। বদরুলের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। এ ঘটনায় ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিষ্কার করে।
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.