সূচকের বড় উত্থানে লেনদেন ১১ শ’ কোটির ঘরে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-০৩ ১৫:৩৫:২৮

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৮ টির, দর কমেছে ১২২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৮ টির।
ডিএসইতে ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস থেকে ১০১ কোটি ১ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭২ পয়েন্টে।
সিএসইতে ২৩৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬ টির দর বেড়েছে, কমেছে ৫৮ টির এবং ২২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২০ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












