দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-০৩ ১৫:৫১:০১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৪ বারে ১ কোটি ১২ লাখ ৫২ হাজার ৫২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৫৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৬৭ বারে ১১ লাখ ৫৪ হাজার ৮২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বিএসআরএম লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৩৯ বারে ৫ লাখ ৪৪ হাজার ৭১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –মালেক স্পিনিং মিলসের  ৯.০২ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৮.৩৩ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৭.৯৮ শতাংশ, এমজেএল বাংলাদেশের ৭.৭৮ শতাংশ,  ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৭.৪১ শতাংশ, কাসেম ইন্ডাস্ট্রিজের ৭.২৯ শতাংশ ও সাউথইস্ট ব্যাংকের ৭ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস