দর পতনের শীর্ষে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-০৩ ১৬:০২:০১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৪২৭ বারে ৫২ লাখ ৯৯ হাজার ৪৪৩ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৬৯ বারে ৭৪ হাজার ৫৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৬৬ বারে ৫২ হাজার ১১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–এশিয়া ইন্স্যুরেন্সের ৩.৬০ শতাংশ, এ্যাকটিভ ফাইনের ৩.৪১ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৩.৩৩ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৩.৩৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ৩.১৫ শতাংশ, ফার্স্ট প্রাইম ফাইন্যান্সের ৩.১৪ শতাংশ এবং প্রভাতী ইন্স্যুরেন্সের ৩.১৪ শতাংশ দর কমেছে।

 

এসকেএস