
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তিতাস গ্যাস।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৯৯ বারে ২৭ লাখ ৪৬ হাজার ৫৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ২৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকস শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৯৭ বারে ২৬ লাখ ২৮ হাজার ১৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৩৪ বারে ২৯ লাখ ৪৭ হাজার ৩৩৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সমতা লেদার-এর ৬.৫৫ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্স-এর ৫.৯৮ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-এর ৫.৯৪ শতাংশ, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড-এর ৫.৪৮ শতাংশ, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস-এর ৫.১৫ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৪.৮০ শতাংশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৪.০৩ শতাংশ দর বেড়েছে।
এসকেএস