দর পতনের শীর্ষে ট্রাস্ট ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-০৪ ১৫:১৫:২৮


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ট্রাস্ট ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২১৬ বারে ৬৩ লাখ ৯০ হাজার ৪৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৮৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএন্ডএ টেক্সটাইলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৫ বারে ৪ লাখ ৬৩ হাজার ৮৫৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সাউথ বাংলা ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২৬ বারে ১১ লাখ ২৫ হাজার ২৭৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ফারইস্ট ফাইন্যান্সের  ৫.২৬ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৫.১৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ৫.০৫ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪.৮৮ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৪.৭২ শতাংশ, ওয়ান ব্যাংকের ৪.৪৪ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের ৪.২০ শতাংশ কমেছে।

 

এসকেএস