কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা।
রোববার রাতে গণভবনে দলের মনোনয়ন বোর্ডের সভায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়।
সীমা কুমিল্লা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘আল্লাহর দরবারে শোকরিয়া জানাচ্ছি। আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যি অন্যরকম ভালো লাগছে। আনন্দে ভাষা হারিয়ে ফেলেছি। বরাবরের মতো কুমিল্লাবাসীকে পাশে চাই।’