অর্থ সংকটে সহযোগি কোম্পানির শেয়ার বিক্রি করছে কনফিডেন্স সিমেন্ট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-০৬ ১২:৪২:৫৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কনফিডেন্স সিমেন্ট লিমিটেড তাদের সহযোগি প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের সম্পূর্ণ মালিকানা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলমান কৌশলগত পরিকল্পনা ও তাৎক্ষণিক আর্থিক প্রয়োজনীয়তার কারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।গত ৪ আগস্ট ২০২৫ তারিখে কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোম্পানির অধীনস্থ সহযোগি প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের সাধারণ শেয়ারের সম্পূর্ণ মালিকানা কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেড (সিপিএইচএল)-এর অনুকূলে বিক্রি ও হস্তান্তর করা হবে।

 

এসকেএস