দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-০৬ ১৫:৫৮:১৭


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৬৬ বারে ৩ লাখ ৬০ হাজার ৩০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ১৪৪ বারে ৭৩ লাখ ৯৫ হাজার ৪১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ৯৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা রহিমা ফুড কর্পোরেশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৬১ বারে ৬ লাখ ৯২ হাজার ৬৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৭৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ওয়াটা কেমিক্যালসের ৭.৪৫ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৬.৯৩ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬.২৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.১৮ শতাংশ, সোনালী পেপারের ৬.১০ শতাংশ, মনোস্পুল পেপারের ৬.০০ শতাংশ এবং কাট্টালি টেক্সটাইলের ৫.৮৮ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস