দর পতনের শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-০৬ ১৬:৩১:২৬


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৭ বারে ৭০ হাজার ৮৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯১১ বারে ৩২ লাখ ২১ হাজার ৬৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বে লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৮ বারে ৭৪ হাজার ৬৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪.০০ শতাংশ, ইসলামী ব্যাংকের ৩.৯৩ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৩.৮১ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনসের ৩.৭০ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৩.৪৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৩.৩৩ শতাংশ এবং শাইনপুকুর সিরামিকসের ৩.৩৩ শতাংশ দর কমেছে।

 

এসকেএস