
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইল মিলস্ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৫৯২ বারে ১ লাখ ৩৮ হাজার ৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা হাক্কানী পাল্পের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬১৩ বারে ১৫ লাখ ৩২ হাজার ২৮১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৪ বারে ৫ লাখ ১৮ হাজার ৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –স্টাইলক্রাফটের ৫.৩২ শতাংশ, জেএমআই সিরিঞ্জসের ৪.৭৪ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ৪.৪৮ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের৩.৬১ শতাংশ, বিডি অটোকার্ডসের ৩.৫২ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৩.৫১ শতাংশ ও আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.৩৯ শতাংশ দর বেড়েছে।
এসকেএস