
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারী লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৫৯৩ বারে ২ লাখ ২৯ হাজার ৮৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা স্টাইলক্রাফটের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৪০ বারে ৭ লাখ ২৬ হাজার ১৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১১ বারে ৮ লাখ ৮১ হাজার ১৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৮৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – রহিম টেক্সটাইলের ৯.৯৬ শতাংশ, এপেক্স ফুডসের ৮.৭০ শতাংশ, এরামিটের ৭.৯৯ শতাংশ, বিডি অটোকারসের ৫.৬৭ শতাংশ, প্রাণের ৫.৩০ শতাংশ, এপেক্স ফুটওয়ারের ৫.২৯ শতাংশ ওতমিজ উদ্দিন টেক্সটাইলের ৫.২৮ শতাংশ দর বেড়েছে।
এসকেএস