
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। ফান্ডটি ৪৫৬ বারে ২২ লাখ ৬২ হাজার ৭১২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪৫ বারে ৮১ হাজার ১০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বে লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১৩ বারে ১ লাখ ৪৪ হাজার ৩০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৬.৩৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৬.২৫ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৬.১২ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৪৫ শতাংশ, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ৫.২৬ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৫.২৬ শতাংশ এবং প্রভাতী ইন্স্যুরেন্সের ৫.০৯ শতাংশ দর কমেছে।
এসকেএস