
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৮৯ বারে ৩০ লাখ ৩৭ হাজার ৮১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১০০ বারে ৯৭ হাজার ২৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৩৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৪০ বারে ৩৪ লাখ ৪৩ হাজার ৭৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – তিতাস গ্যাসের ৬.১৬ শতাংশ, রহিমা ফুডের ৫.৫৬ শতাংশ, একমি পেস্টিসাইডের ৪.৮৬ শতাংশ, বীচ হ্যাচারির ৪.৭৭ শতাংশ, ফার্মা এইডসের ৪.৫০ শতাংশ, কে এন্ড কিউয়ের ৪.৪৪ শতাংশ ও এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৩৫ শতাংশ দর বেড়েছে।
এসকেএস