ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির নির্বাচন ২১ আগস্ট
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৮-১১ ১৬:৩৭:০১

দীর্ঘ ১৫ বছর পর আগামী ২১ আগস্ট বৃহস্পতিবার সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির ২০২৫-২০২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, সোমবার (১১ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর ১৩ আগস্ট বুধবার মনোয়নপত্র বাছাই ও চূড়ান্তকরণ এবং বৃহস্পতিবার (১৪ আগস্ট) মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রার্থীরা। এছাড়া ১৮ আগস্ট সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর ১৯ আগস্ট মঙ্গলবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ইসলামী ব্যাংক বাংলাদেশ এর প্রধান কার্যালয়ের মোহাম্মদ ইউনুস অডিটোরিয়ামে ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর ব্যাংকের সকল শাখা প্রাঙ্গনে সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ঘোষিত তফসিলে বলা হয়েছে, ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মরত সমিতির সদস্যবৃন্দ নির্বাচনের তারিখে সংশ্লিষ্ট শাখায় উপস্থিত হয়ে ভোট প্রদান করবেন অথবা তাদের কাছে পূর্বাহ্ণেই প্রেরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদান করে অথরাইজড স্বাক্ষরসহ নির্বাচনের দিন দুপুর ১২ টার পূর্বেই আবদ্ধ খামে নিজ দায়িত্বে প্রধান নির্বাচন কমিশনার বরাবর পৌঁছাতে পারবেন। সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির গঠনতন্ত্রের ১২ ধারা মোতাবেক কার্যনির্বাহী পরিষদের যে ৩৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে বলেন, দীর্ঘ ১৫ বছর পরে ইসলামী ব্যাংকে উৎসবমুখর পরিবেশে অফিসার কল্যাণ সমিতি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে আনন্দঘন পরিবেশ ও উৎসব উদ্দীপনা বিরাজ করছে। আমরা অপেক্ষায় আছি একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায়।
অভিযোগ রয়েছে, বিগত ১৫ বছর ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির নির্বাচনের নামে পকেট কমিটি গঠন হয়েছিল।
ইচ্ছে থাকলে অনেকে প্রার্থী হতে পারেনি এবং ভোটাররা ভোটও দিতে পারেনি। ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত কর্মকর্তাদের একটা গ্রুপ নিজেদের মতো করে সব কিছু করেছে। তবে এবার সবার অংশগ্রহণে নির্বাচন হতে যাওয়ায় সবার মধ্যেই একটা ভিন্ন আমেজ বিরাজ করছে।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













