
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলিসির একজন পরিচালক শেয়ার গ্রহণের ঘোষণা নিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, কোম্পানির পরিচালক সৈয়দ আসিফ নিজামুদ্দিন তার মা মিসেস মনোয়ারা মহসিনের (কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার) কাছ থেকে ৭ লাখ শেয়ার গ্রহণ করবেন।
তিনি ডিএসইর স্বাভাবিক লেনদেনের বাইরে এ শেয়ার উপহার হিসেবে গ্রহণ করবেন। যা আগস্ট থেকে কার্যকর হবে।
এসকেএস