
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেমিনি সী ফুড পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪২৮ বারে ২ লাখ ৯২ হাজার ৯০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা লিগাসি ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৭ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৫৭ বারে ১৫ লাখ ২৬ হাজার ৪৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫১ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৯৬৯ বারে ১২ লাখ ৪৩ হাজার ৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৪ কোটি ৬০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সিভিও পেট্রোকেমিক্যালের ৭.৬২ শতাংশ, সোনালী আঁশের ৬.৬৪ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৬.৩৯ শতাংশ, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৫.৫২ শতাংশ, ইস্টার্ণ ক্যাবলসের ৫.৪০ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪.৯৬ শতাংশ ও মনোসপুল বাংলাদেশের ৪.৭৪ শতাংশ দর বেড়েছে।
এসকেএস