দর পতনের শীর্ষে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-১৩ ১৫:৫৭:৪২


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯৭ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৫৩৫ বারে ৭৫ লাখ ৯৫ হাজার ৯০৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫১লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ১৬৩ বারে ৯ লাখ ৭৯ হাজার ২৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৬৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৭০ বারে ১২ লাখ ৪৩ হাজার ৪২২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- রহিম টেক্সটাইল মিলস্‌ পিএলসি’র ৫.৩৩ শতাংশ, পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেসের ৫.০০ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১’র ৪.৪৪ শতাংশ, হাক্কানী পাল্প ও পেপারে ৪.৩৭ শতাংশ, বেঙ্গল উইন্ডসর এর  ৪.৩৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.১৭ শতাংশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র ৪.১১ শতাংশ দর কমেছে।

 

এসকেএস