দর পতনের শীর্ষে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-১৩ ১৫:৫৭:৪২

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯৭ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৫৩৫ বারে ৭৫ লাখ ৯৫ হাজার ৯০৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫১লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ১৬৩ বারে ৯ লাখ ৭৯ হাজার ২৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৬৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৭০ বারে ১২ লাখ ৪৩ হাজার ৪২২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- রহিম টেক্সটাইল মিলস্ পিএলসি’র ৫.৩৩ শতাংশ, পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেসের ৫.০০ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১’র ৪.৪৪ শতাংশ, হাক্কানী পাল্প ও পেপারে ৪.৩৭ শতাংশ, বেঙ্গল উইন্ডসর এর ৪.৩৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.১৭ শতাংশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র ৪.১১ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












