দর বৃদ্ধির শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-১৪ ১৫:৫৮:০৮

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হা-ওয়েল টেক্সটাইল পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ৭৮৮ বারে ৩ লাখ ৯৪ হাজার ৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ওয়াটা কেমিক্যালসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২০১ বারে ১ লাখ ৫৮ হাজার ৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ৯১০ বারে ৭৫ হাজার ২৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সাউথইস্ট ব্যাংকের ৬.৭৪ শতাংশ, সামিট পাওয়ার লিমিটেডের ৬.১৬ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৬.১৬ শতাংশ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ৬.০৫ শতাংশ, কেডিএস এক্সেসরিসের ৬.০২ শতাংশ, কে এন্ড কিউয়ের ৫.৬৭ শতাংশ ও মাগুরা প্লেক্সের ৪.৪৩ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












