রোববার, ৫ জানুয়ারী ২০২৫
উ. কোরিয়ানদের ভিসাহীন ভ্রমণ বন্ধের ঘোষণা মালয়েশিয়ার
প্রকাশিত - মার্চ ২, ২০১৭ ১১:০৮ এএম
প্রেসিডেন্ট কিম জং উনের সৎভাই কিম জং ন্যাম হত্যায় এবার উ. কোরিয়ানদের মালয়েশিয়ায় ভিসাহীন ভ্রমণের সুযোগ বন্ধ করে দিলো দেশটির সরকার।
নিরাপত্তার কারণে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি।
তবে অনেকেই ধারণা করছেন, কিম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন কয়েক উ. কোরিয়ানকে আটকের পর এই ধরণের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে মালয়েশিয়া।
এরআগে গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে দুই নারী ন্যামের মুখমণ্ডলে উচ্চ মাত্রার বিষাক্ত রাসায়নিক ভিএস নার্ভ ছড়িয়ে দেয়। এর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ন্যাম মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে গত বুধবার দেশটির এটর্নি জেনারেল মোহাম্মদ আপান্দি আলী বলেন, ন্যাম হত্যায় আটক ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের দুই নারীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হবে। দোষী প্রমাণিত হলে তাদের মৃত্যুর মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি। বিবিসি।
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.