দর পতনের শীর্ষে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-১৪ ১৬:১৩:৪০

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৯৭ বারে ৪ লাখ ৫৪ হাজার ৭৫০ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা গ্রীণডেল্টা মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ কমেছে। ফান্ডটি ৫৭ বারে ৪ লাখ ৭৪ হাজার ৭৭৭ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ কমেছে। ফান্ডটি ৩৭ বারে ৯৩ হাজার ৬৩২ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ৪.৬৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিং মিলসের ৪.৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৪৪ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৪.৩৫ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৪.০১ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের ৩.৭৪ শতাংশ এবং ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ৩.৫৪ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












