সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-১৬ ১০:৪৫:৩৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৬ দশমিক ৩১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৯৭.৬০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো সুকুকের শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ৪১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫৯.০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে ডমিনেজ স্টিলের শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ৩৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪.৮০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ওরিয়ন ইনফিউশনের ১৮.৫৩ শতাংশ, সমতা লেদারের শতাংশ, আইএসএনের ১৬.৮২ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৬.৭৮ শতাংশ, লিগ্যাছি ফুটওয়্যারের ১৬.২৬ শতাংশ, জিকিউ বলপেনের ১৬.১৪ শতাংশ এবং আনোয়ার গ্যালভেনাইজিংয়ের ১৫.২৮ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস