নন্দী অ্যাওয়ার্ডের বিজয়ীরা
প্রকাশ: ২০১৭-০৩-০২ ১৭:৪৭:২৫

তেলেঙ্গানা রাজ্য নিয়ে রাজনৈতিক ঝামেলার কারণে চার বছর আটকে ছিল ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক পুরস্কার নন্দী অ্যাওয়ার্ড। সম্প্রতি ২০১২ ও ২০১৩ এর পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
‘বাহুবলী’ নির্মাতা এসএস রাজামৌলি তার ‘ইগা’ ছবিটির জন্য ২০১২ এর সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন। জাতীয় পুরস্কারজয়ী ‘ইগা’ ছবিটি নন্দী অ্যাওয়ার্ডের সেরা ছবিসহ মোট আটটি পুরস্কার ঘরে তুলেছে। এর মধ্যে আছে সেরা খল অভিনেতা, সেরা সঙ্গীত পরিচালক, সেরা চিত্রগ্রহণ ও সেরা সম্পাদনা বিভাগ।
২০১২ সালে সেরা অভিনেতা-অভিনেত্রী নির্মাচিত হয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের আগের পরিচিত মুখ নানি ও সামান্থা রুথ প্রভু। ‘ইতো ভেল্লিপনদি মানাসু’ ছবির জন্য তারা এ পুরস্কার পান।
‘মির্চি’ ছবির জন্য ২০১৩ এর সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ‘বাহুবলী’ দিয়ে ভারতজুড়ে পরিচিতি পাওয়া প্রভাস। ছবিটির জন্য সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেয়েছেন করাতালা শিবা। ২০১৩ এর সেরা সহ-অভিনেতার ক্যাটাগরিতে নন্দী অ্যাওয়ার্ড পেয়েছেন জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













