
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৮ বারে ২ লাখ ৪ হাজার ২৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা হা-ওয়েল টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৭৩২ বারে ৩ লাখ ৪১ হাজার ৩৯৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪০৮ বারে ১ লাখ ৫২ হাজার ৬৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –একমি পেস্টিসাইডসের ৬.৬৭ শতাংশ, স্কয়ার টেক্সটাইলসের ৬.৪৯ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৬.৩৫ শতাংশ, সিটি ব্যাংকের ৫.৯৩ শতাংশ, তিতাস গ্যাসের ৫.৮৮ শতাংশ, মুন্নু সিরামিকসের ৫.৬৭ শতাংশ এবং সিভিও পেট্রোকেমিক্যালসের ৫.৫৩ শতাংশ দর বেড়েছে।
এসকেএস