স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর জনবল ও দক্ষতা বৃদ্ধি পাওয়ায় দেশের আইনশৃংখলা পরিস্থিতির অনেক পরিবর্তন এসেছে। দেশে জঙ্গি তৎপরতা কমেছে। জঙ্গিরা এবং বনদস্যুরা আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃংখলা কমিটির বিশেষ সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এখন মানুষের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে। সাধারণ মানুষই এখন জঙ্গিদের ধরিয়ে দিচ্ছে। মন্ত্রী বলেন, এখন দেশের এক নম্বর সমস্যা মাদক। দেশকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃংখলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। মাদকের বিরুদ্ধে মানুষকে উদ্ধুদ্ধ করতে প্রচারণা ও সামাজিক আন্দোলনের আহ্বান জানান তিনি।
জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ছাড়াও জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়াও স্বরাষ্টমন্ত্রী জামালপুর সদর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করেন।