

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ০১ এর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) অনুষ্ঠিত সভায় সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ০১ এর ৩০ শে জুন ২০২৫ ইং সালের সমাপ্ত বৎসরের ফান্ডের একাউন্ট এবং নিরিক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) অনুমোদন করা হয়।
সভায় ট্রাস্টি বোর্ড ১০ই সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ পর্যন্ত সকল ইউনিট হোল্ডারদের জন্য ইউনিট প্রতি ০.০০% ক্যাশ ডিভিডেন্ট বা নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ০১ এর ৩০ শে জুন ২০২৫ ইং সালের সমাপ্ত বৎসরের নিরিক্ষীত হিসাব অনুযায়ী ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে, ফান্ডটির নীট সম্পদের মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৫৪৬,৩৭৮,৩৫৫ টাকা এবং বাজারমূল্যে ৩৮৪,১২৯,১৪৬ টাকা।
অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১০.৯০ টাকা এবং বাজারমূল্যে ৭.৬৬ টাকা, নীট ক্ষতি ৫৭,৪৪৪,৪৮৫ টাকা এবং ইউনিট প্রতি আয় (১.১৫) টাকা।
এএ