দর বৃদ্ধির শীর্ষে সোনালী পেপার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-১৮ ১৫:৩৭:৪৩


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২২৮ বারে ৬ লাখ ৫ হাজার ১০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ১২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এসিআই ফরমুলেশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৮১৪ বারে ২ লাখ ৭৩ হাজার ৫২৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ১৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বাংলাদেশ অটোকারসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৭ বারে ৩ লাখ ৪৭ হাজার ১৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ইনফরমেশন সার্ভিসেসের  ৯.৮৬ শতাংশ টেকনো ড্রাগসের ৯.৮৪ শতাংশ উসমানিয়া গ্লাসের ৯.৮৩ শতাংশ, সোনালী আঁশের ৮.৭৪ শতাংশ ইনটেকের ৮.৬১ শতাংশ, জেএমআই হসপিটালের ৭.৫০ শতাংশ , ইন্দো-বাংলা ফার্মার ৬.৯৮ শতাংশ এবং বসুন্ধরা পেপারের ৬.৬৫ শতাংশ দর বেড়েছে

 

এসকেএস