দর পতনের শীর্ষে আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-১৮ ১৫:৫১:১৮

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৭ শতাংশ কমেছে। ফান্ডটি ২৪ বারে ৬৮ হাজার ২০৮ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫০৩ বারে ৩২ লাখ ১১ হাজার ৪৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২৫ বারে ২ লাখ ৬৬ হাজার ৪৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- মার্কেন্টাইল ব্যাংকের ৪.১৭ শতাংশ, তিতাস গ্যাসের ৩.৯৩ শতাংশ, রহিম টেক্সটাইল মিলসের ৩.৮৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৩.৫৭ শতাংশ, ফার্মা এইডসের ৩.৪৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩.৩৩ শতাংশ এবং ব্যাংক এশিয়ার ৩.১৪ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












