দর পতনের শীর্ষে এক্সিম ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-১৯ ১৬:৪৪:৪৩

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম ব্যাংক) পিএলসি ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬০৬ বারে ২১ লাখ ৩ হাজার ৫৯৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১ এর ইউনিট দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৫ শতাংশ কমেছে। ফান্ডটি ১০৯ বারে ৬ লাখ ৩৬ হাজার ২৯ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৪ শতাংশ কমেছে। ফান্ডটি ৬৯ বারে ১ লাখ ৫৫ হাজার ৪০০ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–ফাস ফাইন্যান্সের ও ৩.৮৫ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্সের ৩.৮১ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্সের ৩.৭৭ শতাংশ, ফরচুন সুজের ৩.৫৯ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৩.৫৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৩.৩৩ শতাংশ এবং সিলভা ফার্মাসিউটিক্যালসের ৩.২৮ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












