দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-২০ ১৫:৪৭:৪৪


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২৪৫ বারে ৫ লাখ ১৯ হাজার ১২০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৪২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৯০৪ বারে ৬ লাখ ৪০ হাজার ৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৩৮৪ বারে ৪ লাখ ৬৩ হাজার ৫৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯.৯৭ শতাংশ, মেঘনা সিমেন্টের ৯.৯১ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের৯.৮৭ শতাংশ, ইনটেক লিমিটেডের ৮.৮৯ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৭.২৯ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭.০৭ শতাংশ ও রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস