দর পতনের শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-২১ ১৬:০০:৪৩

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৬৮ বারে ২১ লাখ ৬৬ হাজার ৪৮১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৭ শতাংশ কমেছে। ফান্ডটি ২০ বারে ১ লাখ ৭ হাজার ৮৫ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৪১ বারে ৩ লাখ ৬ হাজার ২৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – প্রাইম ফাইন্যান্সের ৫.০০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪.৩৫ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৩৫ শতাংশ, এক্সিম ব্যাংকের ৪.১৭ শতাংশ, এফএএস ফাইন্যান্সের ৪.০০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৩.৮৫ শতাংশ এবং তুং হাই নিটিংয়ের দর ৩.৮৫ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












