সাপ্তাহিক দর পতনের শীর্ষে এক্সিম ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-২৩ ১১:২৩:৪১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৭ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪.৬০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ১৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩.৩০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর কমেছে ১১ দশমিক ৫৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬.১০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রিমিয়ার লিজিংয়ের ১০.৭১ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০.৬৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৮.৫৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৮.৫১ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৭.৮৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭.৬৯ এবং এ গ্লোবাল ইসলামী ব্যাংকের ৬.৯০ শতাংশ দর কমেছে।

 

এসকেএস