গাইবান্ধায় সাদুল্যাপুর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার ধাপেরহাট মণিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।
তিন পর্বে অনুষ্ঠিত এই কবিতা উৎসবে উত্তরাঞ্চলের গাইবান্ধা, রংপুর, নীলফামারী, জয়পুরহাট, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর জেলার নবীন ও প্রবীণ কবিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও কবিতাকর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উৎসবের উদ্বোধন করেন প্রাক্তন সংসদ সদস্য ওই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।
কবি ও সম্পাদক মহফিল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মীনু শীল।
বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ, গাইবান্ধার কবি ও সাংবাদিক আবু জাফর সাবু, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল ইসলাম, উপাধ্যক্ষ মো. আহছান হাবিব মণ্ডল।
বক্তব্য রাখেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক লুৎফর রহমান সাজু, সদস্যসচিব মমিনুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানজিদা আক্তার।
দ্বিতীয় পর্বে পীরগঞ্জের সুলতান আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন প্রফেসর মো. শাহ আলম এবং বিশেষ অতিথি ছিলেন রকিবুল হাসান বুলবুল।
তৃতীয় পর্বে বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বেতারের প্রাক্তন পরিচালক আবু জাফর আব্দুল্লাহ।