
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৬৭৮ বারে ১০ লাখ ৩৭ হাজার ৩৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৯৪০ বারে ২১ লাখ ৬১ হাজার ৫০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বীকন ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৯৩২ বারে ২৩ লাখ ৯৭ হাজার ৯১৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৯.৫৬ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.৩৯ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৮.৮৬ শতাংশ, আমান ফিডের ৭.১৪ শতাংশ, মীর আক্তারের ৬.৯৪ শতাংশ ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৭০ শতাংশ দর বেড়েছে।
এসকেএস