মাতৃদুগ্ধ পান থেকে বঞ্চিত ৪৫ শতাংশ নবজাতক: স্বাস্থ্য উপদেষ্টা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-২৫ ১৪:৫৩:৪৩

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, দেশে জন্ম নেওয়া ৫৫ শতাংশ নবজাতক মাতৃদুগ্ধ পান করতে পারলেও বঞ্চিত হচ্ছে ৪৫ শতাংশ নবজাতক। যার ফলে প্রতিবছর বাড়ছে শিশুমৃত্যুর হার।
সোমবার (২৫ আগস্ট) সকালে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ তথ্য জানান তিনি।
মাতৃদুগ্ধ পান করতে পারা শিশুদের অধিকার। এ বিষয়ে সবাইকে সচেতনতার আহ্বান জানান তিনি।
কোন চিকিৎসক যেন নবজাতকদের জন্য বাজারজাতকৃত শিশু খাদ্য বা গুড়াদুধ খাওয়াতে পরামর্শ না দেন সেদিকে সতর্ক থাকতে বলেন নুরজাহান বেগম।
পাশাপাশি দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ডে-কেয়ার চালু করার পরামর্শও দেন তিনি।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













