দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-২৭ ১৫:৩৫:০৮


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৭৬ বারে ১৪ লাখ ৭৫ হাজার ৬৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪১ বারে ৩১ লাখ ৭৭ হাজার ৪৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৮০ বারে ৬ লাখ ৫৭ হাজার ৬৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- পিপলস লিজিংয়ের ৬.২৫ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.২৬ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৫.২১ শতাংশ, রাহিমা ফুড কর্পোরেশনের  ৪.৫৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪.১৭ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকের ৪.০০ শতাংশ দর কমেছে।

 

এসকেএস