ইশান্তের মুখ ভেঙ্গানো, জবাব দিলেন স্মিথ
প্রকাশ: ২০১৭-০৩-০৫ ১৭:২৪:২১

পুনে টেস্ট হরে এমনিতেই তেতে আছে ভারতীয় বোলাররা। তার উপর ব্যাঙ্গালোর টেস্টের প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে গেছে ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন আপ। তাই বোলিংয়ে নেমেই তেতে ছিলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা।রবিবার খেলার প্রথম ঘণ্টারই কথা। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করছিলেন স্টিভ স্মিথ ও ম্যাচ রেনশ। বল হাতে নামেন ইশান্ত। ইশান্তের বলে স্মিথ বিট হতেই পিচের মধ্যে দাঁড়িয়েই স্মিথকে ভ্যাঙাতে শুরু করেন। এতটাই অদ্ভুত ছিল সেই মুখাভঙ্গি যা দেখে অবাক হয়ে যান স্মিথ। পরে হেসেও ফেলেন। পিছনেই ফিল্ডিং করছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। সতীর্থ প্লেয়ারের ওই ভেঙ্গানো মুখ দেখে উচ্চকন্ঠে হেসে ফেলেন তিনিও। পরে অবশ্য ইশান্তকে পাল্টা ব্যবহার ফিরিয়ে দেন স্মিথ।
এই ঘটনা বেশ কিছুক্ষণ ধরে চলতে। চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণও। যদিও সবটাই মুখের ইঙ্গিতে। পরে অবশ্য কোহালিকে দেখা যায় স্মিথের সঙ্গে কথা বলতে। ধরেই নেওয়া যায় এই বিষয়েই কথা বলছিলেন তিনি। যদিও স্মিথকে দেখা গেল বিষয়টি উপভোগ করতে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











