বিডিবিএল সিকিউরিটিজের নতুন পরিচালক আনোয়ার হোসেনের যোগদান

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৮-২৭ ২১:৩৭:০৪


বিডিবিএল সিকিউরিটিজ লিমিটেড (বিএসএল) -এর পরিচালনা পর্ষদের ১২২তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিএসএল-এর বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসএল’র চেয়ারম্যান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও মোঃ জসীম উদ্দিন।

এসময় কোম্পানির নতুন পরিচালক শাহাজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিঃ এর সাবেক সিইও মোহাম্মদ আনোয়ার হোসেনকে পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পর্ষদ সভায় কোম্পানির পরিচালক মোঃ রোকোনুজ্জামান, অর্থমন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি আফরোজা আক্তার রিবা, বিডিবিপিএলসি’র জিএম মোঃ আব্দুল মান্নান শেখ, কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার এ. কে. এম. শরীফ হোসেন এবং কোম্পানি সেক্রেটারি এস.এম. গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

বিএইচ