দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-২৮ ১৬:০১:৩৯

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৯৯ বারে ১৬ লাখ ৫৬ হাজার ৩৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এইচ আর টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৭০৭ বারে ৯ লাখ ৫২ হাজার ৯৬১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৩৬ বারে ৬৬ লাখ ৯৪ হাজার ৪৭৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –বেস্ট হোল্ডিংসের ৯.৬৪ শতাংশ , প্রাইম ফাইনান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৬০ শতাংশ , ইনটেকের ৯.৩০ শতাংশ, রেনেটার ৮.৭৪ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৮.৭৪ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফের ৭.৯১ শতাংশ ও ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৭.৩৫ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












