স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের বোর্ড সভা অনুষ্ঠিত

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৮-২৮ ১৬:০৬:২৯


স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫০তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ আগস্ট স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে চেয়ারম্যান ফিরোজুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এ কে এম আবদুল আলীম, তাজমীম মোস্তফা চৌধুরী, মোঃ সাহেদুল আলম, ফারজানা সুলতানা, মোঃ লফিজুল হক, গোলাম হাফিজ আহমেদ এবং মোঃ হাবিবুর রহমান।

সভায় আরো অংশগ্রহণ করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান এফসিএস এবং স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান চৌধুরী।

এএ