সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৮-৩০ ১০:৫০:০১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৫ দশমিক ৫৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১০৫.৭০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৩২ দশমিক ৭০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৮৩.২০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দর বেড়েছে ৩২ দশমিক ৩৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২২.৫০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২৯.১৩ শতাংশ, মুন্নু ফেব্রিকের ২৩.৯০ শতাংশ, সোনালী পেপারের ২২.৩৬ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইল-পিটিএলের ২১.১০ শতাংশ, সিনোবাংলার ১৮.৮১ শতাংশ, শাহাজীবাজার পাওয়ারের ১৮.৭৮ শতাংশ, এবং জাহিন টেক্সটাইলের ১৮ শতাংশ।

 

এসকেএস